নিউইয়র্কে সরকারি চাকরি পাওয়া ৩০ বাংলাদেশিকে সম্মাননা
যুক্তরাষ্ট্র সরকারের সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ের চাকরিতে যোগ দেওয়া ৩০ বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে ক্যারিয়ার চেঞ্জার হিসেবে আরও ছয়জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকজয়ী শিল্পী রথীন্দ্রনাথ রায়। অতিথি হিসেবে ছিলেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ। গত শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সিইও এম ডি জামান।
অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায় বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম বলেই আজ সারা পৃথিবীতে গৌরবের সঙ্গে ছড়িয়ে–ছিটিয়ে আছেন বাংলাদেশের মানুষ। সেই সম্মানবোধ নিয়ে আমাদের সততার সঙ্গে কাজ করে এগিয়ে যেতে হবে।’
রথীন্দ্রনাথ রায় আরও বলেন, ‘বিশ্বের বাণিজ্যিক রাজধানীখ্যাত নিউইয়র্ক শহরে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি পেয়েছেন বাংলাদেশের মানুষ। সাকসেস প্রতিষ্ঠানটি তাঁদের দিকনির্দেশনা দিচ্ছে, সহযোগিতা করছে সরকারি চাকরি পেতে। তাদের প্রতি কৃতজ্ঞতা। এটি আমাদের একটি বড় অর্জন। এ ধারা অব্যাহত রাখতে হবে।’
যোগ্যতা থাকার পরও কেবল সুযোগের অভাবে অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ পাচ্ছিলেন না। তাঁদের জন্য সাত বছর আগে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এম ডি জামান। বর্তমানে তিনি নিজেও নিউইয়র্ক স্টেটে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁর প্রতিষ্ঠান থেকে চাকরি পেতে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে এম ডি জামান বলেন, একটু চেষ্টা করলে বাংলাদেশের সনদ দিয়ে এখানে (নিউইয়র্কে) ভালো মানের চাকরি পাওয়া সম্ভব। এ জন্য সবাইকে সঠিকভাবে আবেদন করতে হবে। আর দরকার সঠিক পরামর্শ।
এম ডি জামান আরও বলেন, অনেকে বাংলাদেশ থেকে নতুন পরিবেশে এসে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তাঁরা যদি যথাযথভাবে আবেদন করতে পারেন, সঠিক প্রস্তুতি নিতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্রে সরকারি পর্যায়ে খুব ভালো মানের চাকরি পেতে পারেন।