তারা ভরা রাতে

অলংকরণ: মাসুক হেলাল

তারা ভরা রাতে আমি ছিলাম সাথে,
জোনাকির আলো ছুঁয়ে যাচ্ছিল হৃদয়পাতে।
নিঃশব্দে বাজছিল প্রেমের এক সুর,
সময়টা থেমে ছিল বেশ কিছুদূর।
চোখে তার জ্বলছিল স্বপ্নের তারা,
হৃদয়ের মাঝে মোর দিয়েছিল সাড়া।
আলো–ছায়ার খেলায় মুগ্ধ ছিল মন,
প্রেমের কাব্য রচিত হচ্ছিল সেই ক্ষণ।
চোখের পলকে ছিল মায়ার ছোঁয়া,
হাসিতে খুঁজেছিলাম জীবনের রোয়া।
তারা ভরা আকাশে যে ছিল পাশে,
রাতের গল্প সে হৃদয়ে ভাষে।
আজ সে নেই পাশে, চলে গেছে দূরপাতে,
তারা জ্বলে নীল আকাশে আগের মতন,
মনে পড়ে আজও মোর সেদিনের সেই ক্ষণ।
সে ছিল আমার স্বপ্ন, আমার সবটুকু আলো,
তার স্মৃতিতে আছি বেশ মনের গভীরে ভালো।
বসে এ ক্ষণে স্মৃতির অ্যালবামে,
ভাবছি কাটানো সেই তারা ভরা রাতের কথা।
ফিরে যাবার লালসা নেই আর মনে,
শুধু স্মৃতিতে ভেসে বেড়ায় জীবনের বাঁকে।
তারা ভরা আকাশে, স্মৃতি হয়ে থাকো,
তোমার স্মৃতিতে আঁকড়ে বাঁচি,
সেই ভালোবাসার পাকো।
প্রেমের সেই গল্প, মোর হৃদয়ে থাকে,
তুমি নেই পাশে, তবু মনেপ্রাণে জাগে।
জীবনের শেষ প্রান্তে, স্মৃতিরাই সাথি,
তারা ভরা রাতে, হয়ে থাকো মোর বাতি।
সে স্মৃতির আলোয়, কাটে দিন ও রাত,
তাতেই মোর শান্তি জীবনের সুপ্রভাত।

*লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন