শিমুল
ভালো যদি না লাগে আমাকে
 থাকো তুমি শান্ত শিমুল হয়ে,
 তা না হলে কিছু বলো না?
 তোমার পাশ দিয়ে,
 যে যাবে, সে ধরবে,
 গন্ধ শুঁকবে,
 পারলে, নিয়ে যেতে চাবে।
 তখন কী করবে?
 বলো না?
 জন্মেছ ফুল হয়ে,
 তুমি ভুলো না,
 সবাই তোমায় দেখবে,
 প্রাণ ভরবে,
 তুমি পারবে না,
 লুকিয়ে থাকতে,
 তাকি জানো না?
  জানো না,
 নাকি বোঝ না?
 বলো না?
 স্বল্প সময়ে,
 দিয়েছিলে খুব অল্প,
 তবু তুমি আছ,
 জড়িয়ে, হয়ে গল্প,
 আমার মনে॥
 তুমি আছ খন,
 হৃদয়ে যখন,
 ভালো লাগে,
 সবকিছু তখন।
 স্বল্প সময়ে,
 এসেছিলে জীবনে,
 দিয়েছিলে, কেন গোপনে?
 সবকিছু আমাকে,
 ছিল না, তা ছলনা,
 বলো না?
 থাকো তুমি শান্ত শিমুল হয়ে,
 ভালো যদি না লাগে আমাকে।
 শুধু বলো না?