আমিরাতে ঈদুল আজহা উদ্যাপিত
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। আমিরাতজুড়ে ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে বিভিন্ন দেশের লাখো মুসল্লিদের সঙ্গে হাজারো প্রবাসী বাংলাদেশিও ঈদের নামাজ আদায় করেন। নামাজে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
গত শুক্রবার (১৪ জুন) আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী আমিরাতে সাতটি রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিট, দুবাইয়ে ৫টা ৪৫ মিনিট, শারজাহে ৫টা ৪৪ মিনিট, আজমানে ৫টা ৪৪ মিনিট, ফুজাইরাহে ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইনে ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমায় ৫টা ৪১ মিনিট ও আল-আইনে ৫টা ৪৪ মিনিটে ঈদের জামাত শুরু হয়।
নামাজ শেষে প্রবাসীরা সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে যাঁর যাঁর সামর্থ্য অনুসারে প্রবাসীরা পশু কোরবানি করেন। অনেকে আবার কাজ থাকায় নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।
আরাফাতের দিন ও ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত আমিরাতে ছুটি ঘোষণা করেছে ফেডারেল অথরিটি অব হিউম্যান রিসোর্স। ঈদের ছুটিতে প্রবাসীরা নিজেদের পরিকল্পনা ও সুযোগমতো ঈদের ছুটি নানাভাবে উদ্যাপন করেন।
*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]