রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপিত

জাতীয় পতাকা উত্তোলনের পর সৌদি আরবের রিয়াদে মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেনছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে রিয়াদে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দূতাবাসের সব কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন। এ ছাড়া রিয়াদে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিশন উপপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তাঁর হৃদয়ের গভীর থেকে উৎসারিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ।

তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের শাসনকালে বাংলাদেশের সব খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।
দূতাবাসের কাউন্সেলর মো. বেলাল হোসেনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসীদের মধ্য থেকে এম আর মাহবুব বক্তব্য দেন। এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।