বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বাংলাদেশি যাঁরা ফিনল্যান্ডের সর্বোচ্চ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং ডক্টরেট ডিগ্রিধারী যাঁরা ফিনল্যান্ডে বসবাস করছেন, তাঁদের সবার একত্র হওয়ার বা নিজেদের খুঁজে পাওয়ার সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড’ (বিডিপিএফ) কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ২০২৫–২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গত রোববার (১২ জানুয়ারি) বেলা দুইটায় ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিডিপিএফের ভার্চ্যুয়াল সাধারণ সভায় ২০২৫-২৬ সালের জন্য দুই বছর মেয়াদি ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটিতে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. মো. মঞ্জুরে মওলাকে সভাপতি, ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. জি এম আতিকুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া লাপ্পেরান্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. মো. সানাউল হককে করা হয়েছে কোষাধ্যক্ষ।
১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আবদুল হাই (প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড কলসালটেশন), যুগ্মভাবে লাপ্পেরান্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. আনিসুর রহমান ফারুক ও ইভাসস্কুলা বিশ্ববিদ্যালয়ের ড. শের-ই-খোদা (শিক্ষা ও সংস্কৃতি), তাম্পেরে বিশ্ববিদ্যালয়ের ড. এ কে এম সাইফুল্লাহ (আন্তর্জাতিক বিষয়), ওলু বিশ্ববিদ্যালয় থেকে ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ (পার্টনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং যুগ্মভাবে ভাসা বিশ্ববিদ্যালয়ের ড. শাকের আহমেদ ও তাম্পেরে থেকে ড. মো. হিজবুল আলম (ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং)।
ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের কার্যনির্বাহী কমিটি গঠনের ভার্চ্যুয়াল সাধারণ সভায় বিডিপিএফের, উপদেষ্টা ড. সুনীল কুণ্ডু, উপদেষ্টা ড. এইস এম সামসুজ্জোহা, ড. মো. আবদুল হাই, ড. আনিসুর রহমান ফারুক, ড. শের-ই-খোদা, ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ, ড. শাকের আহমেদ, ড. মো. হিজবুল আলম, ড. মো. সানাউল হক, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. জি এম আতিকুর রহমান ও ড. মো. মঞ্জুরে মওলা (মঞ্জুর) উপস্থিত ছিলেন।
ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিডিপিএফকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিডিপিএফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য www.bdpf.com এ ঢুঁ মারতে পারেন।