আমিরের ছেলে শেখ আহমাদ হলেন কুয়েতের নতুন প্রধানমন্ত্রী
কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ আল-নওয়াফ আল-আহমদ আল-সাবাহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় গত রোববার একটি আমিরি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ আহমাদ আল–নওয়াফকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রায় তিন মাস আগে শেখ সাবাহ আল-খালিদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এর পর থেকে দেশটির প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল।
শেখ আহমাদ আল-নওয়াফ আল-আহমদ আল-সাবাহ বিদায়ী সরকারের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ৬০ বছরের শেষ দিকে অবস্থান করা শেখ আহমাদ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা কুয়েতের বর্তমান আমির শেখ নওয়াফ আল-আহমাদ ২০২০ সালে কুয়েতের ক্ষমতা গ্রহণের পর তাঁকে জাতীয় নিরাপত্তা বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ আহমাদ আল-নওয়াফ আল-আহমদ আল-সাবাহ সংবিধান, গণতন্ত্র এবং তাঁর পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্র রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল সোমবার কুয়েতের আমিরকে পাঠানো একটি চিঠিতে শেখ আহমাদও ব্যাপক উন্নয়ন অর্জনের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন।