স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা

মাদ্রিদে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের ঐতিহাসিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট মাদ্রিদের শহরতলি কাচালেগাস লেকের পাড়ে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৭০০ মানুষের মিলনমেলা। দিনটি ঘিরে বছর ঘুরে অপেক্ষায় থাকেন বাংলাদেশি প্রবাসীরা। স্পেনের গ্রীষ্মের ছুটিতে যান্ত্রিক ব্যস্ততার মধ্যে হাঁপিয়ে ওঠা প্রবাসীদের একটু প্রশান্তি এবং বহুদিন পরে দেখাসাক্ষাৎ ও ভাব বিনিময়ের সুযোগ করে দেয় দিনটি।

একটি সংগঠনের আয়োজন হলেও সব জেলার অংশগ্রহণের জন্য অনুষ্ঠানটির জৌলুশ ও সৌন্দর্যে থাকে ভিন্নতা। এ আয়োজন সফল করতে নিরলসভাবে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আবদুল মুজাক্কির, সিনিয়র সহসভাপতি আমিনুর রশিদ, সহসভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সিপার আহমেদ, যুগ্ম সম্পাদক মিজান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসাদ আলী প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে ছিল গান, মজার মজার খেলা, সাঁতার ছাড়াও নানা আয়োজন। সবচেয়ে মজার বিষয়, সব জেলা ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ এ বনভোজন কমিউনিটিতে ঐক্য, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের তাগিদ দিয়েছে।

পাইনগাছের নিচেও সারি সারি করে বসে ভূরিভোজন ছিল অসাধারণ। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার অনন্য নজির স্থাপন। অংশগ্রহণকারী সব নারী ও মেয়েদের জন্য পার্টস, পুরুষদের জন্য টি-শার্ট এবং বাচ্চাদের খেলনা উপহার দেওয়া হয়।

পুরো অনুষ্ঠান তত্ত্বাবধান করেন উপদেষ্টা আসাদুজ্জামান রাজ্জাক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম মাসুক, আব্বাছ উদ্দিন, আবদুর রশিদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সদস্যসচিব আবু জাফর রাসেল, কাউসার হুসেন টিপু, মুন্সি সাইফুল ইসলাম প্রমুখ।