ম্যানিলাতে উৎসাহ-উদ্দীপনায় জাতীয় প্রবাসী দিবস পালিত
‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যে বাংলাদেশ দূতাবাস, ম্যানিলাতে উৎসাহ-উদ্দীপনায় ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিকেল ৪টায় দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় দূতাবাস কর্মকর্তা-কর্মচারীরা এবং ম্যানিলাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রেরিত প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রমের ওপর প্রস্তুতকৃত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফিলিপাইনে বসবাসরত প্রবাসীদেরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বিজয়ের মাস এই ডিসেম্বরের ৩০ তারিখ ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসেবে ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিজ্ঞপ্তি