বাংলাদেশ দ্বৈত নাগরিকত্বের সংখ্যা ১০১ করায় জার্মান প্রবাসীদের সাধুবাদ

দ্বৈত নাগরিকত্বের তালিকায় বাংলাদেশ আরও ৫৭টি দেশ যুক্ত করেছে, এখন মোট বেড়ে ১০১টি হয়েছে। বাংলাদেশি নাগরিকেরা এখন তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব বজায় রেখে আরও ৪৪টি নতুন দেশের নাগরিকত্ব পেতে পারেন। বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবেন এমন ৫৭টি দেশের বিদ্যমান তালিকা ১০১টি দেশে সম্প্রসারিত করার সিদ্ধান্ত গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

৪৪টি দেশের মধ্যে ১৯টি দেশ আফ্রিকায়, ১২টি দেশ দক্ষিণ আমেরিকায়, ১২টি দেশ ক্যারিবিয়ান অঞ্চলে ও ১টি ওশেনিয়ায়। নতুন তালিকায় রয়েছে মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, ব্রাজিল, বলিভিয়া, আর্জেন্টিনা, পেরু, চিলি, কিউবা, ত্রিনিদাদ ও টোবাগো, বার্বাডোস এবং ফিজি।

বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতির ভিত্তিতে সীমিত পরিস্থিতিতে দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের নাগরিক যাঁরা বাংলাদেশি বংশোদ্ভূত, তাঁরা বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। এই ধরনের ব্যক্তিরা তাঁদের আবেদনের ভিত্তিতে এবং কিছু শর্ত পূরণ করে একটি দ্বৈত জাতীয়তা প্রশংসাপত্র জারি করেন এবং তাঁরা সেসব দেশের পাসপোর্ট ছাড়াও একটি বাংলাদেশি পাসপোর্ট পেতে পারেন।

তবে দ্বৈত নাগরিকত্বের অধিকারী ব্যক্তিদের বাংলাদেশে সংসদ সদস্য হতে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই। বাংলাদেশের আইন অনুযায়ী সার্ক অঞ্চলের মানুষদের দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই। যেসব প্রবাসীরা জার্মানিসহ এই নতুন আইনের আওতায় পড়ল, তাঁরা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।