নিউইয়র্কে শুদ্ধ বাংলা লেখার জন্য গণস্বাক্ষর সংগ্রহ

ছবি: লেখক

নিউইয়র্কের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চিঠি, ই–মেইল, ওয়েবসাইট, বিজ্ঞাপন, বিলবোর্ডসহ নানা মাধ্যমে দীর্ঘদিন ধরে ভুল বানান ও বাক্যে লেখা হচ্ছে বাংলা ভাষা। শুদ্ধভাবে বাংলা লেখার আহ্বান জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে ২৬ থেকে ২৮ আগস্ট‌ পর্যন্ত। বাঙালি–অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় এ আয়োজনে হাজারো বাঙালি অংশ নেন।

গাইবান্ধা সোসাইটি, ইউএসএ এবং শাহ ফাউন্ডেশনের এ গণসচেতনতামূলক অনুষ্ঠানটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। শুদ্ধভাবে বাংলা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শেষ দিন গণস্বাক্ষরের প্রতীকী চিঠি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক কনস্যুলেট এবং নিউইয়র্ক সিটি মেয়রের অফিসে প্রদান করা হয়।

ছবি: লেখক

এ আয়োজনের সহযোগী সংগঠন শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও লেখক শাহ জে চৌধুরী বলেন, ‘শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করার উদ্যোগের কথা শুনেই আমরা যুক্ত হয়ে যাই। নিউইয়র্কে শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচন কমিশন, পরিবহন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে বাংলা ভাষা ভুলভাবে লেখা হচ্ছে। এসব বিভাগের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য বাংলা ভাষাভাষী সবার অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দীলিপ মোদক বলেন, ‘বায়ান্ন সালে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মযার্দা দিতে পেরেছি। সেই ভাষা বিদেশের মাটিতে বিকৃতভাবে ব্যবহৃত হলে আমরা আহত হই। এ কারণে আমরা বাংলা ভাষা শুদ্ধ করে লেখার জন্য গণসচেতনতা, প্রাতিষ্ঠানিক আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাব। নিউইয়র্কে বাংলাদেশি অন্যান্য সামাজিক–সাংস্কৃতিক সংগঠনকেও আমরা আহ্বান জানাব এ ধরনের কর্মসূচি গ্রহণ করে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধ বাংলা লেখার ব্যবস্থা গ্রহণ করতে।’

সদস্যসচিব ফাহমিদা চৌধুরী লুনা বলেন, ‘নিউইয়র্ক স্টেটের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা অশুদ্ধভাবে ব্যবহার করা হচ্ছে, তা রাতারাতি ঠিক করা সম্ভব নয়। তাই আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। তিন দিনের গণস্বাক্ষর কর্মসূচিতে দেড় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি স্বাক্ষর করেছেন। নিউইয়র্ক স্টেটের সর্বস্তরে বাংলা শুদ্ধভাবে লেখার আহ্বান জানানোর জন্য নিউইয়র্ক সিটির মেযরকে গণস্বাক্ষর কর্মসূচির চিঠি প্রদান করা হবে।’

ছবি: লেখক

সংগঠনের সভাপতি আবদুল আউয়াল দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজা রহমানের সঞ্চালনায় তিন দিনের এ কর্মসূচিতে সাধারণ মানুষকে শুদ্ধ করে লেখার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান। বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস এবং শরাফ সরকার। কমিউনিটি অ্যাকটিভিস্ট অধ্যাপক হুসনে আরা বেগম, মুজাহিদ আনসারী, জাকির হোসেন বাচ্চু এবং প্রতীমা সরকার।