সুইজারল্যান্ডের জুরিখে বিজয় দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানসহ বিশিষ্টজনদের উত্তরীয় প্রদান করা হয়ছবি: মশিউর রহমান

সুইজারল্যান্ডের অন্যতম প্রধান ক্যান্টন জুরিখ। সেখানকার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদ্‌যাপন করেছেন গৌরবময় মহান বিজয় দিবস। গত রোববার ১৭ ডিসেম্বর স্থানীয় একটি কমিউনিটি হলে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটির উদ্যোগে বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের ৫২ বছর পূর্তি উদ্‌যাপন করেন স্থানীয় বাংলাদেশিরা।

বিজয়ের অনুষ্ঠানসূচিতে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি এবং তাদের আয়োজিত পিঠা উৎসব। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব এবং দেশীয় খাবারের আয়োজন ছাড়া ও ছিল প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সফল প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও উত্তরীয় প্রদান।

দেশীয় পিঠা উৎসব
ছবি: মশিউর রহমান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মো. সুফিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন শ্রম মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলাম।

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান তাঁর বক্তব্যে সমগ্র প্রবাসী বাংলাদেশিদের এক হয়ে, একযোগে দেশের পক্ষে কাজ করার আহ্বান জানান। প্রবাসীদের পাসপোর্ট ভিন্ন হতে পারে, দেশ ভিন্ন হতে পারে কিন্তু শেকড় বাংলাদেশ এবং ভাষা বাংলা। অক্লান্ত পরিশ্রমে দেশকে এগিয়ে যাচ্ছে প্রবাসী রেমিট্যান্স বোদ্ধারা, তাদের সবাইকে রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশি ছাড়া ও প্রতিবেশী দেশ ফ্রান্স, জার্মানি থেকে ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আনন্দ উৎসবে পরিণত করেন। বিজ্ঞপ্তি

প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি
ছবি: মশিউর রহমান