সুখপাঠ্য এক গল্প সংকলন

গল্পের শুরু গ্রহণের রাতে

কোনো বই যদি আমাকে পড়াতেই হয়, তবে সে বইয়ে অবশ্যই পাঠের জন্য অত্যাবশ্যকীয় লুব্ধক বিষয়টি থাকতে হবে। ইশরাত মাহেরীন জয়ার সদ্য প্রকাশিত ‘গল্পের শুরু গ্রহণের রাতে’ গল্পগ্রন্থ সে রকমই একটি বই। এটি আমাকে বাধ্য করেছে মুগ্ধ হয়ে পড়ায় লেগে থাকতে। গল্পগ্রন্থটির প্রতিটি গল্প আমি সময় নিয়ে তারিয়ে তারিয়ে পড়েছি। আর পড়ার পর কেমন অদ্ভুত একটা মন-কেমন-করা ভাবে আচ্ছন্ন হয়েছি।

১৩টি গল্প আছে সুখপাঠ্য এই গল্পগ্রন্থে। সর্বশেষ গল্পের নামেই বইয়ের নামকরণ। গল্পগুলো হরেক রকম অনুভূতির স্বাদ দেয়। যাতে আছে জীবনে প্রাপ্তি-অপ্রাপ্তির না-মেলা প্রাচীন সমীকরণ, নামহীন সম্পর্কের টানাপোড়েন, কঠিন জীবনজিজ্ঞাসা, দর্শন ও উপলব্ধির মতো বিষয়।

গল্পের কথক অসামান্য চুম্বকে আলগোছে টেনে নিয়ে যান একেবারে গভীরে। যখন মনে হয়, এ তো আমি জানিই কী হবে, তখনই একটা চমকপ্রদ বাঁক এসে যায়। আর প্রতিটি গল্পের শেষে কিছু ভাবনা-জাগানিয়া কথা দারুণ বিমোহিত করে।

ইশরাত মাহেরীন জয়ার গল্পকথন খুবই সাবলীল ও মেদহীন। কেউ না কেউ জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার ব্যাপারটা খুব সহজেই অনুধাবন করতে পারবেন। পড়েই মনে হয়, প্রতিটি গল্প খুব যত্ন নিয়ে মনের গহিনে ডুব দিয়ে তিনি তুলে এনেছেন।

আর ছোটগল্পের যে জিনিস আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে—কিছু না বলেও অনেক কিছু বলে ফেলা—সেটা অধিকাংশ গল্পে সফল প্রয়োগ হয়েছে বলে মনে করি। আরেকটি বিষয় খেয়াল করেছি, একটা বিষণ্ন সুর অন্তঃসলিলা নদীর মতো নিঃশব্দে বয়ে গেছে প্রতিটি গল্পে। এটি লেখকের সিগনেচার বৈশিষ্ট্য বলে ধরে নিচ্ছি। আমি নিজেও একই পথের পথিক হিসেবে খুব একাত্ম হতে পেরেছি। তবে বিষণ্নতা থেকে বেরিয়ে লেখক ভবিষ্যতে নিজেকে আরেকটু ভাঙবেন, পরীক্ষা-নিরীক্ষা করবেন, এটুকু দাবি থাকল।

বইটিতে কিছু মুদ্রণপ্রমাদ আছে। পরবর্তী সংস্করণে সেগুলো সংশোধনের অনুরোধ রইল।

গল্পের শুরু গ্রহণের রাতে
ইশরাত মাহেরীন জয়া
প্রকাশক: তাম্রলিপি
প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪
প্রচ্ছদ: রাজীব দত্ত
মূল্য: ৪০০ টাকা