২১ অক্টোবর ফ্রাঙ্কফুর্টে ‘বাংলা বইমেলা’
ফ্রাঙ্কফুর্টে আয়োজন করা হবে ‘বাংলা বইমেলা’র। আয়োজকেরা জানান, নিউইয়র্ক, লন্ডন বইমেলার আদলে এ বইমেলা অনুষ্ঠিত হবে। প্রথমবারের এই বইমেলায় প্রবাসী লেখক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ–ভারতের বাংলা ভাষায় যাঁরা বই প্রকাশ করেন, তাঁদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।
আগামী ২১ অক্টোবর ফ্রাঙ্কফুর্টের একটি হলে এ মেলার আয়োজন করা হবে। আলোচনা সভায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাফিজুর রহমান আলম, নজরুল ইসলাম খালেদ, আতিকুর রহমান, হাকিম টিটু, শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল প্রমুখ।