বছর কয়েক পরে

অলংকরণ: মাসুক হেলাল

বছর কয়েক পরে হবে দেখা,

হয়তো সেদিন পরনে থাকবে তোমার তাঁতের শাড়ি, নতুবা না।

হয়তো পরবে দামি সিল্ক কিংবা মসলিন।

শাড়ি কি কালো রঙের হবে?

নাকি নীল শাড়িতে থাকবে জড়ানো,

নীলকণ্ঠী মালা গলায়।

নাকি সদ্য ফোটা লাল গোলাপের রঙে সাজবে,

কপালে দিবে অস্তমিত সূর্য রং-টিপ।

হয়তো সেদিন পরবে তুমি—

কলাপাতা রং সবুজ,

খোঁপা তোমার উঠবে ফুটে কদম ফুলের ঢংয়ে।

সেদিন কি তুমি খুব হাসবে?

আমায় কি চিনতে পাবে?

ডাক দিবে কি মিষ্টি করে?

নাকি কর্কশ গলা করে বলবে আমায়—

এই যে খারাপ মানুষ, কেমন চলে?

বরং থাক,

থাক এসব কথা।

দেখা হোক কিংবা না,

তোমার সুখে আমার সুখ,

চিরদিন, চিরকাল, সদা আনন্দমাখা।

*লেখক: সুজন কুমার মিত্র, পিএইচডি গবেষক, ব্রেমেন বিশ্ববিদ্যালয়, জার্মানি