আম্মানে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী দিবস পালিত
জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হলো জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। এ উপলক্ষে গতকাল শনিবার দূতাবাসে গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। জর্ডানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস ও জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের পরিচালক ফায়েজ আল জাব্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া দূতাবাসের এ আয়োজনে উপস্থিত হন জর্ডানে কর্মরত বাংলাদেশি অভিবাসীরা।
জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। সব প্রবাসীর পরিশ্রম ও ত্যাগকে শ্রদ্ধা জানাই। এই প্রবাসী দিবসে জর্ডানে কর্মরত সব বাংলাদেশি প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখছে।’
আম্মানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস বলেন, ‘বাংলাদেশ ও ফিলিপাইন জর্ডানে কর্মক্ষম জনশক্তি সরবরাহে অন্যতম। আমরা সব প্রবাসী শ্রমিকের শ্রম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’
জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের পরিচালক ফায়েজ আল জাব্বর বলেন, ‘আমরা প্রবাসী শ্রমিকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। জর্ডানের সম্ভাবনাময় পোশাক খাতে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আমরা সব সময় তাঁদের পাশে আছি ও তাঁদের অধিকার নিশ্চিতের বিষয়ে বদ্ধপরিকর।’ বিজ্ঞপ্তি
দূর পরবাসে লেখা পাঠাতে পারেন যে কেউ। মেইল [email protected]