বিডিপিএফের উদ্যোগে ‘গণতন্ত্র ও শিক্ষা সংস্কার’বিষয়ক ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত

বিডিপিএফের ‘গণতন্ত্র ও শিক্ষা সংস্কার: একই সূত্রে গাঁথা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভায় বক্তারা
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)-এর আয়োজনে ‘গণতন্ত্র ও শিক্ষা সংস্কার: একই সূত্রে গাঁথা’ শীর্ষক এক উন্মুক্ত ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গণ-অভ্যুত্থান ২০২৪–এর বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয় গতকাল রোববার দুপুর ১২টায় অনলাইনে। আলোচনা শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্য দেন ড. মো. আবদুল হাই (সদস্য, প্রোগ্রাম বিডিপিএফ) ও ড. জি এম আতিকুর রহমান (সদস্যসচিব, বিডিপিএফ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. মঞ্জুরে মওলা (প্রতিষ্ঠাতা সভাপতি, বিডিপিএফ)।

বিডিপিএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচক হিসেবে যুক্ত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-এ-জাহান। বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশের কাঠামোগত সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন না করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিক্ষা জাতির মেরুদণ্ড। তাকে সোজা রাখতে হলে শিক্ষা ক্ষেত্রে আমূল সংস্কার প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করতে হলে একটি স্বাধীন ও জবাবদিহিমূলক শিক্ষা সংস্কার কমিশনের বিকল্প নেই।’ আলোচনায় তিনি জনগণের সাংবিধানিক অধিকার, নির্বাচন ও গণতান্ত্রিক সরকারব্যবস্থার প্রয়োজনীয়তার দিকেও আলোকপাত করেন।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে ভিন্নমতের রাজনীতি ও সত্যের পক্ষে লেখালেখির কারণে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। এ অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, এ দেশে আর কখনো যেন মতপ্রকাশের কারণে কেউ নিপীড়নের শিকার না হন। প্রত্যেক নাগরিক যেন মর্যাদার সঙ্গে কর্মসংস্থানে অধিকার নিয়ে কাজ করতে পারেন, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য।’ তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করতে হলে সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাঠ্যক্রমে যুক্ত করতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ—মতপ্রকাশের স্বাধীনতা, পরমতসহিষ্ণুতা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধ।’

আলোচনায় বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. নূরুল আলম, ড. বদরুজ্জামান খোকন, ড. মঞ্জুর আলম, অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, আবু সাঈদ জুয়েল, ড. মো. আনিসুর রহমান ফারুক, ড. জুলিয়াস ফ্রান্সিস ইমেজ, ড. কামরুল হোসেন, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. এ এম এইচ সামসুজ্জোহা, ড. সানাউল হক, ড. হিজবুল আলম, ড. মো. আবুল হাই, ড. জি এম আতিকুর রহমান, গবেষক শাহ্ আলম, প্রকৌশলী আবদুল মমিন তালুকদার, শিক্ষিকা মাহিয়া ফাহমিদা জুঁই, সাংবাদিক সফিক, সমাজসেবক আশরাফুল আলম, মো. মাইনুল ইসলাম, ডক্টরাল রিসার্চার ফয়সল মোকাম্মেল, রেদওয়ান ইসলাম ও স্নেহাশিস প্রমুখ৷

আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা শিক্ষা সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার সম্পূর্ণ ভিডিও ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিপিএফের অফিশিয়াল ওয়েবসাইটে

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]