ব্যাংককে মহান বিজয় দিবস উদ্যাপিত
বাংলাদেশ দূতাবাস ব্যাংকক ১৬ ডিসেম্বরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সাধন চন্দ্র মজুমদার, রাষ্ট্রদূত মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা, দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. ফাহাদ পারভেজ বসুনীয়া। এ ছাড়া দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এরপর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং রাষ্ট্রদূত মো. আবদুল হাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ, ইকোনমিক মিনিস্টার সৈয়দ রাশেদুল হোসেন, কাউন্সেলর ও দূতালয়প্রধান মো. মাসূমুর রহমান এবং কাউন্সেলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী। অনুষ্ঠানে মহান বিজয় দিবসের ওপর দূতাবাস কর্তৃক সম্পাদিত একটি ভিডিও ‘বিজয়ী বাংলাদেশ’ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মিজ দয়াময়ী চক্রবর্ত্তী।
বিজ্ঞপ্তি