সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের ক্লিনিক্যাল কোচিং

কর্মশালায় কথা বলছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি চিকিৎসক রেজা আলী
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে বাংলাদেশি চিকিৎসকদের ক্লিনিক্যাল কোচিং। ২ আগস্ট সিডনির নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অবার্ন ক্লিনিক্যাল স্কুলে এই ক্লিনিক্যাল কোচিংয়ের প্রথম সেশন অনুষ্ঠিত হয়েছে। এরপর দুই সপ্তাহ পরপর এ কর্মশালা আয়োজনের কথা রয়েছে। অস্ট্রেলিয়ার মেডিকেল কাউন্সিলের দ্বিতীয় ভাগের পরীক্ষা এবং প্রাক্‌-কর্মসংস্থান প্রস্তুতি কর্মশালার অধীনে এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। কর্মশালাটি আয়োজন করেছে দেশটির বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।

বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় চাকরি পেতে প্রস্তুত করতে এবং দেশটির চিকিৎসা খাত সম্পর্কে পরিচিত করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আর এবারের প্রথম কর্মশালায় প্রশিক্ষণ প্রদান এবং কর্ম অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মেডিকেল সোসাইটির সভাপতি ও ব্ল্যাকটাউন হাসপাতালের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট অধ্যাপক চিকিৎসক রেজা আলী।

এদিকে সিডনিতে এ বছরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক বৈজ্ঞানিক সভা। ১২ আগস্ট শনিবার সিডনির অলিম্পিক পার্কের ওয়াটারভিউ ইন-এ এই সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সভায় স্বাস্থ্যবিষয়ক তথ্য ও প্রতিকার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।