এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সেলিব্রেশন সোইরি ৮ জুন, পৌঁছেছেন রাফা-এলিটা করিম
গত তিন দশকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও এনএসইউয়ের স্নাতকদের বিভিন্ন অর্জনকে সম্মান জানিয়ে এবং কৃতিত্বকে উদ্যাপন করতে এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (NSUAAA) ৮ জুন সেলিব্রেশন সোইরি নামের এক অনুষ্ঠানের আয়োজন করছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেইন্ট কিলডা টাউন হলে এনএসইউয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে আকর্ষণীয় নৈশভোজ ও অবিস্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এ অনুষ্ঠানে অংশ নিতে ‘এভয়েড রাফা’ ব্যান্ডের রকস্টার রায়েফ আল হাসান-রাফা এবং গায়ক ও এনএসইউয়ের প্রাক্তন ছাত্রী এলিটা করিম মেলবোর্নে পৌঁছেছেন।
অনুষ্ঠানে রাফা ও এলিটা ছাড়াও স্ট্যান্ড আপ কমেডিয়ান নাভিদ মাহবুবও উপস্থিত থাকবেন। অ্যাবঅরিজিনাল ও টরেস স্ট্রেইট দ্বীপবাসীর (অস্ট্রেলিয়ার প্রথম জনগোষ্ঠী) প্রবীণ ব্যক্তি (সম্প্রদায়ের নেতা) স্বাগত অনুষ্ঠানে থাকবেন। এরপর তাদের ঐতিহ্যবাহী অ্যাবঅরিজিনাল আনুষ্ঠানিকতা মঞ্চায়ন করা হবে। অতঃপর অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রখ্যাত বাংলাদেশি শিল্পী যাঁরা, এনএসইউয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, যেমন যাকি, সিমিন, বিথি, বিসাল, সারিতা, নাবিল, রাহি ও সানি মঞ্চে এসে নস্টালজিয়া এবং বন্ধুত্বের ছোঁয়া যোগ করবেন। অতিথিদের জন্য ‘ইওর লিল কুক’-এর সৌজন্যে একটি আকর্ষণীয় নৈশভোজের আয়োজন থাকবে। সেখানে শিশুদের দেখাশোনা এবং মনোরঞ্জনের জন্য থাকবে পেশাদার ও অভিজ্ঞ কেয়ারার যাতে মা–বাবারা অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে উপভোগ করতে পারেন।
‘সেলিব্রেশন সোইরি’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি এনএসইউয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দৃঢ় বন্ধন এবং কৃতিত্বের নিদর্শন। www.nsuaa.org.au/celebration-soiree এই ওয়েবসাইট থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের টিকিট কেটে নিজের আসনটি সুনিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সরশিপ গ্রহণ করেছে ডিসিফার ফিন্যান্সিয়াল সার্ভিসেস (Decipher Financial services) এবং ডিজেন একাডেমি (DGEN Academy) ও আড়ং আসছে সহস্পন্সর হিসেবে। ফ্যাশন পার্টনার হিসেবে যোগদান করছে আজুর আন্ড জেইড Azure & Jade)।