প্রযুক্তির উদ্ভাবনী শক্তি হোক মানুষের কল্যাণে

স্পেনের পর্যটননগরী বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হয় গত ২৭ ফেব্রুয়ারি, শেষ হয় ৩ মার্চ। মোবাইল ফোন নিয়ে সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলনটি কনজ্যুমার ইলেকট্রনিকস শোর (সিইএস) মতো, যেখানে স্মার্টফোন নির্মাতারা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করে।

চীনের সাংহাই এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেসে মোবাইল কংগ্রেস আয়োজন করা হয়। তবে বার্সেলোনা মোবাইল কংগ্রেস পৃথিবীর সর্ববৃহৎ আসর। মোবাইল কংগ্রেসে ডিভাইস ছাড়াও রোবট, অত্যাধুনিক গাড়ি, এয়ার বাস, হেলিকপ্টার, ব্যাংকিং খাতের বিভিন্ন কোম্পানিও তাদের উদ্ভাবনী ইলেট্রনিকস প্রদর্শন করে।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২৭ ফেব্রুয়ারি স্পেনের রাজা ষষ্ট ফিলিপ এবং স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। বার্সেলোনায় চার দিনের সম্মেলনটিতে অংশ নিয়েছিল মোবাইলের সব জায়ান্ট কোম্পানিগুলো, ছিল ১০ হাজারের বেশি প্যাভিলিয়ন।

আয়োজনের প্রতিদিনই প্রকাশিত হয় নানা চমকপ্রদ খবর। বিশ্বের বড় বড় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এ আয়োজনে তাদের সর্বশেষ হ্যান্ডসেটের ঘোষণা করে। তাদের হ্যান্ডসেটে আসা নতুন সব উদ্ভাবনের খবর জানায় এর মাধ্যমে। বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও সভা তো আছেই। নীতিনির্ধারণী আলোচনা আর বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিয়াল কনফারেন্স, যেখানে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বক্তব্য উপস্থাপন ও নানা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইতিমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান তাদের পণ্য আনার ঘোষণা দিয়েছে। অনেকেই আবার সম্মেলনটি শুরুর আগেই তাদের পণ্য উন্মোচন করেছে। এবারের আয়োজনের অন্যতম দিক হচ্ছে ফাইভ–জি ও আগামীর সিক্স–জি স্মার্টফোন নিয়ে আলোচনা।

রাজা ফিলিপ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আগামীর নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি হবে মানুষের কল্যাণে। মানবিক কর্মযজ্ঞে হবে প্রযুক্তির ব্যবহার।