জন ভীতু
আমি পরিষ্কার আমি স্বচ্ছ
আমি নির্দোষ আমি স্পষ্ট
আমি জাজ্বল্যমান আমি বিশুদ্ধ
আমি বাক্স্বাধীনতা আমি গণতন্ত্র
আমি ক্ষুধা নিবারক, আমি আবিষ্কারক
আমি ধার্মিক আমি বিবেক
আমি শিক্ষিত আমি মেধা
আমি লোলুপহীন আমি ক্রীড়া
এত কিছু আমি যেহেতু
তবু কেন আমি জন ভিতু?