সিডনিতে প্রাক্তন ঢাবিয়ানদের স্বাধীনতা দিবস ও বৈশাখ উদ্যাপন
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন এবং বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন করেছেন দেশটিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ২৭ মে সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে ‘ফিরে চল মাটির টানে’ নামের এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। অনুষ্ঠান শুরুর স্বল্প সময়ের মধ্যে সবান্ধব উপস্থিত হন প্রাক্তন ঢাবিয়ানরা। গল্প, আড্ডা, হাসি ও উচ্ছ্বাসে মুখর অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে এক টুকরো ঢাবির টিএসসি, হাকিম চত্বর। অনুষ্ঠানমালার শুরুতে সমবেত কণ্ঠে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সবাই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্বে প্রাক্তন ঢাবিয়ানদের পরিবারের শিল্পী সদস্যের পরিবেশনায় ছিল নাচ, গান ও ফ্যাশন শো। এরপর প্রাক্তন ঢাবিয়ানরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। ভবিষ্যতে আরও বড় আয়োজনের আশা ব্যক্ত করে সংগঠনটি।