ফ্লোরিডায় এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সুরেলা সমাহার

সুখদের একা যাপন করা গেলেও পৃথিবীর কোনো আনন্দ একার অঙ্গে রচিত হয় না; আনন্দ রচিত হয় সবাই মিলে। প্রতিবছর সেন্ট্রাল ফ্লোরিডায় এশীয় আমেরিকান সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত আনন্দমিলনেরই অন্য নাম ‘এশিয়ান ফুড মিউজিক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’।

এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সুরেলা সমাহার এ উৎসব। এটি যুক্তরাষ্ট্রের সমগ্র এশীয় আমেরিকান সম্প্রদায়ের বৃহত্তম সমাবেশ। একই স্টেজে বাংলাদেশ, জাপান, চীন, ইন্দোনেশিয়া, মধ‍্যপ্রাচ‍্য, উত্তর আমেরিকা, ভারতসহ আরও কিছু দেশ মিলেই রাঙিয়ে তোলে সংস্কৃতির বাগান। নাচ, গান ও বিবিধ উদ্‌যাপনে দুটি দিন কাটে।

এর সঙ্গে যুক্ত হয় দেশীয় পোশাক ও খাবার। এ কাজগুলো কাঠের পরিশ্রমে অক্লান্ত সময় ব্যয় করে আয়োজন করেন অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘এশিয়ান ফুড মিউজিক অ্যান্ড কালচারাল কমিউনিটি’।

এভাবেই বিভিন্ন মহাদেশের সংস্কৃতিগুলো একটি অপূর্ব সুরের গুঞ্জনের মতন বাজে মনের ভেতরে। এভাবেই মিলেমিশে মানবতার সর্বজনীন সুরের সঙ্গে মিশে যায় জীবন ও তার আনন্দ!

আর সেই আনন্দে অংশ নিয়েছিলাম আনন্দধারার একজন সদস্য হয়ে। আনন্দধারা ফ্লোরিডার একটি সাংস্কৃতিক সংগঠন। প্রতি মাসে এই সংগঠনের সুহৃদেরা একত্র হন গানের গগনে! প্রতি মিনিটে ঘড়ির কাঁটা মেনে চলা এই অভিবাসী জীবনে এ সময় ম্যানেজ করার জন্য কতটা আন্তরিকতা আর বিসর্জন লাগে, তা সুবিবেচকমাত্রই জানে! জানে আরও তারা, যারা পারে না দিতে এই সময়ের সঙ্গে সাড়া! তবু কিছুদিন থাকে, এসব উদ্যোগের জানালা দিয়ে বাতাস আসে। বলে যায়, চলো যাই!

আনন্দধারা বহিছে ভুবনে...

  • লেখক: জাহান রিমা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

  • দূর পরবাসে লেখা পাঠান [email protected]