অমর একুশের আর্তনাদ

প্রথম আলো ফাইল ছবি

ভাষার জন্য ভাইগুলো আমাদের

দিয়েছিলে প্রাণ,

তোমাদের বোধশক্তিকে

কেউ পারেনি ছিনিয়ে নিতে

গলা উঁচু করে বাংলা কথা বলার।

অধিকারকে পারেনি কেউ দমিয়ে রাখতে

স্লোগান উঠেছিল তোমাদের কণ্ঠে,

গুলিবিদ্ধ হয়েছিল তাজা প্রাণ!

ঝাঁজরা হয়েছিল তোমাদের বুক!

তোমাদের প্রতিবাদে প্রকৃতি হয়ে উঠেছিল বিদগ্ধ!

বাহান্ন সালে নারী-পুরুষ আর ছাত্রসমাজ

সকলে নেমে পড়েছিল মিছিলের সমাবেশে,

রফিক-শফিক-বরকত আর সালামের

রক্তে রক্তাক্ত হয়েছিল বাংলার পথ,

সেই রক্তাক্ত পথের উপর

নেমেছিল ভাষা উল্লাসে ঢল!

দিগন্তজুড়ে ছড়িয়ে পড়েছিল

প্রতিবাদের আর্তনাদ!

বাংলা মাতৃভাষায় কথা বলার জন্য প্রকৃতি হয়ে উঠেছিল উদগ্রীব!

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে

দিনটি করে নিয়েছিল স্থান,

সেই দিনটি হলো একুশে ফেব্রুয়ারি!

আজ বাঙালিরা গর্বিত,

বাংলা ভাষায় কথা বলতে পারার অধিকারকে জাগ্রত করতে পারার জন্য,

একুশের আর্তনাদ থেকে যাবে দিগন্তজুড়ে।