সিডনিতে প্রশংসা কুড়াচ্ছে ‘দামাল’

সিডনিতে ‘দামাল’ ছবি দেখতে প্রবাসী বাংলাদেশিদের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিজুড়ে বাংলাদেশের ছবি ‘দামাল’ চলছে মহাসমারোহে। শহরের নামজাদা হলগুলোয় এ ছবি দেখতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় নজর কাড়ছে স্থানীয় ব্যক্তিদের। পরিচালক রায়হান রাফির সিনেমা ‘দামাল’ একই সঙ্গে দেশটির রাজধানী ক্যানবেরাসহ মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন, পার্থ, হোবার্ট ও বালারাথে চলছে। স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মিত এবং বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ প্রমুখ অভিনীত চলচ্চিত্র ‘দামাল’ এখানকার প্রবাসী বাংলাদেশিদের কাছেও প্রশংসা কুড়াচ্ছে।

সিডনিতে ‘দামাল’ ছবি দেখতে প্রবাসী বাংলাদেশিদের নজরকাড়া ভিড়
ছবি: সংগৃহীত

পিরিওডিক সিনেমা ‘দামাল’–এ ১৯৭১ সালের সময়কার গল্প উঠে এসেছে। তবে সরাসরি মুক্তিযুদ্ধের ছবি না হয়ে স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকার অজানা গল্পই তুলে ধরেছেন পরিচালক রায়হান রাফি। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমিসহ আরও অনেকে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলচ্চিত্রটি যৌথভাবে পরিবেশন করছে সিডনির সাংস্কৃতিক সংগঠন পথ প্রোডাকশন এবং দেশি ইভেন্টস। ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন দেশি ইভেন্টসের কর্ণধার সাঈদ ফয়েজ।