লেবাননে প্রবাসী বাংলাদেশিরা পেলেন বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

লেবাননে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৩ জুন বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছিল। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। রাষ্ট্রদূত এ সময় বিনা মূল্যে প্রদত্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা গ্রহণে আগত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) ও দূতালয় প্রধান মো. বাকী বিল্লাহ, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ডার খাজা মাছুম, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ।  

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের মেডিকেল টিম এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ প্রদান করে সার্বিক সহযোগিতা করে।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি প্রবাসীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়। আয়োজনে সব প্রবাসীর জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়। বিজ্ঞপ্তি