চীনে প্রবাসীদের বার্ষিক সভা ও বিজয় দিবস উদ্যাপিত
চীনের সেনজেন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেনজেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সংগঠনটির বার্ষিক সভা ও বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এর আগে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় মাসব্যাপী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৩। গত শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে বার্ষিক সভা ও বিজয় দিবসের অনুষ্ঠানটি সেনজেন শহরের হুইঝু সৈকতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাহারি খাবার, বড় ও ছোটদের খেলাধুলা, নাচগান, র্যাফল ড্র, সুইমিং, পুরস্কার বিতরণী এবং বিজয় দিবসের আলোচনা সভা।
ইয়াসির আরাফাত ও মো. নাজমুল হাছানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইরফানুর রব জিন্নাহ, সহসভাপতি মো. ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাবেদ জাহাঙ্গীর, উপদেষ্টা মহসিন ইমাম চৌধুরী রুনু ও রফিক ইকবাল সায়েম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিজয়ের মাসে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে ‘ভিক্টরি ডে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৩’-এর বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে প্রাইজমানি বিতরণসহ অংশ নেওয়া সবার মধ্যে সম্মাননা ক্রেস্ট, মেডেল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. তারেক আবদুল্লাহসহ সেনজনে শহরের বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি।