লন্ডনে রংপুর মেডিকেল কলেজের প্রথম রিইউনিয়ন

ছবি: লেখকের পাঠানো

চিকিৎসকজীবনের ব্যস্ততা, প্রবাসজীবনের দূরত্ব এবং স্মৃতির পাতায় জমে থাকা উচ্ছ্বাস—এসব কিছুকে ছাপিয়ে গত ২৮ জুন এক অনন্য দিনের সাক্ষী হলো লন্ডন। ওই দিন অনুষ্ঠিত হয় লন্ডনে রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথম ‘গ্র্যান্ড লন্ডন রিইউনিয়ন’।

ইউকের বিভিন্ন শহর থেকে আগত চিকিৎসকেরা ও তাঁদের পরিবারের সদস্যরা এই বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের পর আয়ানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির আলোচনা ও স্মৃতিচারণা পর্ব শুরু হয়।

চিকিৎসক ফাতেমা ইসলাম, রংপুর মেডিকেলের ১৮তম ব্যাচের একজন প্রাক্তন ছাত্রী, অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রংপুর মেডিকেলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যসেবায় এর অবদানের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে—এই কলেজ থেকে পাস করা চিকিৎসকেরা কেবল ইউকে নয়, বিশ্বজুড়েই সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি এনএইচএস (NHS)-এ নবাগত বাংলাদেশি চিকিৎসকদের জন্য একটি সহায়ক ও সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।

রংপুর মেডিকেলের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই অ্যালামনাইকে একটি পরিবার উল্লেখ করে সব সময় একতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন চিকিৎসক সুমন আহমেদ ও চিকিৎসক আশিষ সাহা তাঁদের বক্তব্যে। আরও বক্তব্য দেন চিকিৎসক শায়লা, চিকিৎসক সুমি, চিকিৎসক সিফাত প্রমুখ।

বিকেলে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যার সঞ্চালনায় ছিলেন চিকিৎসক রিয়াদ ও চিকিৎসক ইভা। রিইউনিয়ন উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি ভিডিও সবার প্রশংসা কুড়ায়।

ছবি: লেখকের পাঠানো

সাংস্কৃতিক পরিবেশনার সূচনা হয় চিকিৎসক–সন্তানদের চমৎকার কিছু উপস্থাপনায়। গিটারের সুরে আবিষ্ট করে সামিহা, একটি রাইম শোনায় সুহিহ, হাসন রাজার গান গেয়ে সবাইকে মুগ্ধ করে ইসরা। সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন ডা. সুমি আর আবৃত্তি করেন চিকিৎসক শামীম।

এ আয়োজনের নেপথ্যে নিরলসভাবে কাজ করেছেন অনেকে। গত কয়েক মাসে অনলাইনে নিয়মিত জুম কলে চলেছে অনুষ্ঠানের প্রস্তুতি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চিকিৎসক সুমন আহমেদ, চিকিৎসক রিয়াদ, চিকিৎসক ইভা, চিকিৎসক শামীম ও চিকিৎসক রোকেয়া।

‘পুরোনো সেই দিনের কথা’ রবীন্দ্রসংগীতটি সমবেত কণ্ঠে সবাই গেয়ে অনুষ্ঠানটির এক আবেগঘন পরিসমাপ্তি টানা হয়। এই রিইউনিয়ন কেবল একটি পুনর্মিলন নয়, বরং একটি নতুন পথচলার সূচনা—স্মৃতির বাঁকে গেঁথে থাকা ছাত্রজীবনের টান, বন্ধুত্বের বন্ধন এবং প্রজন্মান্তরে রংপুর মেডিকেলের চিকিৎসকদের জন্য ইউকে–তে এক শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার অঙ্গীকার।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]