প্যারিসে স্থায়ী শহীদ মিনার উদ্বোধন ৮ অক্টোবর

ছবি: সংগৃহীত

ফ্রান্সের অদূরে সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে আগামী ৮ অক্টোবর বেলা ১১টায় উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত স্থায়ী শহীদ মিনার। গত শুক্রবার অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সেন্ট ডেনিসের মেয়র ম্যাথিউ হ্যানোটিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উদ্যোক্তা সংগঠন অ্যাসোসিয়েশন সিকুয়ানো বাঙালি (এএসবি)-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ, অর্থ সমন্বয়ক টি এম রেজা ও আয়োজক সংগঠন এএসবির সভাপতি স্বরূপ সদিউল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, একুশে উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শুভ্রত ভট্টাচার্য শুভ, সদস্যসচিব এমদাদুল হক স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এ মাতৃভাষা ও ইউনেস্কো স্বীকৃত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই স্মৃতিকে ধরে রাখতে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ফ্রান্সের তুলুজ শহরের পর প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ অত্যন্ত আনন্দের। প্যারিস–বন্ধু মরহুম আবদুল মানিক একুশে ফেব্রুয়ারি প্যারিসে পালন শুরু করেছিলেন, তাঁর অমর কৃতিত্বকে আমরা স্মরণে রাখতে চাই।’

স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তা স্বরূপ সদিওল বলেছেন, এমন উদ্যোগ সব বাংলাদেশিদের জন্য গৌরবের, বহির্বিশ্বে বাংলাদেশের ভাষা, কৃষ্টি–সংস্কৃতিকে মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। বিসিএফ-এর সভাপতি এমডি নূরের প্রস্তাবে এ উদ্যোগটা গ্রহণ করা হয়।