হংকং এ বাংলাদেশি ছাত্রদের উদ্যোগে ইফতার
হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সংগঠন, বাংলাদেশি স্টুডেটস অ্যাসোসিয়েশন অব হংকং (বিএসএএইচকে)–এর উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সিম শা সুইয়ের এক রেস্তোরায় গত শুক্রবার (২৯ মার্চ) এক ইফতার সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি স্টুডেটস অ্যাসোসিয়েশন অব হংকংয়ের সভাপতি মো. সাইফ উদ্দীন এবং সাধারণ সম্পাদক মাশরুক আলম আশিকসহ সব কার্যনির্বাহী সদস্য। হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়নরত প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির অ্যালামনাই সদস্য যাঁরা এখন শহরটিতে কর্মরত আছেন, তাঁরাও যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এলামনাই কাজী তানভীর আহমেদ, পিয়ার হোসেন এবং মো. ফরিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক সোসাইটি ইন হংকংয়ের প্রেসিডেন্ট বজলুল কাদের হেলাল। তিনি ছাত্রদের এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভালো পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে সমাজ এবং জাতির জন্য নিবেদিত প্রাণ হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন হংকং (বিএএইচকে)–এর সভাপতি সৈয়দ এম মুহিউদ্দিন মহি এবং সাধারণ সম্পাদক জনাব আশফাকুর রহমান পলাশসহ অন্যান্য কার্যকরি পরিষদের সদস্যরা।
সংগঠনটির নেতারা তাঁদের বক্তব্যে যেকোন প্রয়োজনে ছাত্র সংগঠনের পাশে থেকে সহায়তার আশ্বাস দেন এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্দ্যেশে একসঙ্গে ভবিষ্যতে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি আমন্ত্রিত সবার প্রতি উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচিগুলোতে সবাইকে উপস্থিত থেকে সংগঠনকে গতিশীল রাখার অনুরোধ করেন।
*লেখক: শুভ্র সাহা, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হংকং (বিএসএএইচকে), পিএইচডি স্টুডেন্ট, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ।