কলম্বোতে চলছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

গত শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কার ন্যাশনাল ফিল্ম করপোরেশনের মর্যাদাপূর্ণ থারাঙ্গানি থিয়েটারে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনের মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনে এ চলচ্চিত্র উৎসব চলছে। উৎসব শেষ হবে আজ (৮ অক্টোবর)।

শ্রীলঙ্কার সিনেমার খ্যাতিমান ব্যক্তিত্বসহ শতাধিক সিনেমাপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সিনেমা উপভোগের জন্য থারাঙ্গানি থিয়েটার হলে উপস্থিত হন। শ্রীলঙ্কার ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভিদুরাহ বিক্রমনায়ক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি এল পেরিস, সাবেকমন্ত্রী, পার্লামেন্ট সদস্য পাটালি চম্পিকা রানাওয়াকা এবং কূটনৈতিক মিশনের প্রধানেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার সিনেমার গোল্ডেন স্টার হিসেবে পরিচিত প্রখ্যাত অভিনেত্রী স্বর্ণা মাল্লাওয়ারাচ্চি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উৎসবের কিউরেটর হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও পরিচালক অনোমা রাজাকরুণা প্রদর্শনের আগে চলচ্চিত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।

উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করবে। তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক সাযুজ্যের কারণে শ্রীলঙ্কার দর্শকেরা প্রদর্শনের জন্য নির্ধারিত সিনেমাগুলোর মর্মার্থ আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন। বিজ্ঞপ্তি