নতুন ফসলের নিমন্ত্রণ

প্রতীকী ছবি

কচি কচি লাউ ধরেছে লাউয়ের গাছেতে,
সবুজ পাতার শাকও আছে তারই ডগাতে।
রঙিন ফুলের বাহার আছে ঘর সাজাতে,
রইল তোমার নিমন্ত্রণ আজ আমার বাড়িতে।
রাঁধব আমি যতন করে চিংড়ি কচি লাউ,
রসুন দিয়ে ফোড়ন দেব শাকও যদি চাও।
শুকনো লঙ্কা ভাজা দিয়ে বেশ হবে খেতে,
আরও ভালো লাগবে যদি শসা নাও পাতে।
রুই মাছে দেব আমি গাছের পাড়া শিম,
উচ্ছে দিয়ে ভাজব ওই ইলিশ মাছের ডিম।
টমেটো আলু দিয়ে হবে মাগুর মাছের ঝোল,
ধনে পাতার সুগন্ধ তাতে আনবে জিবে জল।
লালশাক ভাতে মেখে, রং দেখ তার চমৎকার,
ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ো এক থালা ভাত আরেকবার।
লঙ্কা পেঁয়াজ ধনে পাতা নুন আর সরিষার তেল দিয়ে,
বেগুন ভর্তা করব আমি আগুনে বেগুন পুড়িয়ে।
গরম ভাতে ঘি দিয়ে তার ওপরে দেব ডাল,
কাঁচা লঙ্কা মুখে দিয়ে বুঝবে তুমি কেমন ঝাল!
আজ সব কটা এই সবজি আছে আমার বাগানে,
আসবে তুমি? আসবে কি? আমার নিমন্ত্রণে?