লন্ডনে জুলাই গণ–অভ্যুত্থান স্মরণে প্রীতি ক্রিকেট, জয়ী লাল দল

বাংলাদেশ হাইকমিশন লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি ইউকের যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট ম্যাচ। জুলাই ২০২৪-এর গণ–অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ম্যাচ অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের রোডিং ভ্যালি ক্রিকেট ক্লাব মাঠে।

লাল ও সবুজ নামে দুটি দল খেলায় অংশগ্রহণ করে। এতে সবুজ দলকে পরাজিত করে লাল দল। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম খেলার উদ্বোধন করার পাশাপাশি বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আমাদের আজকের এই আয়োজনের অন‍্যতম উদ্দেশ‍্য হচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং সৌহার্দ্যের মাধ্যমে ব্রিটেনের বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সংগঠকদের সঙ্গে একসঙ্গে কাজ করা। যাতে করে এখান থেকে বেরিয়ে আসা প্রতিভাবান খেলোয়াড়েরা ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। এ সময় হাইকমিশনার জুলাই গণ–অভ্যুত্থানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবদানের কথাও স্মরণ করেন।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সুপরিচিত ক্রিকেটার অংশ নেন, যাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, এনামুল হক জুনিয়র প্রমুখ।