ঢাকার একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
জুলাই মানেই যেন উৎসবের মাস আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে। আর সেই উৎসবের প্রধান আকর্ষণ—‘আনন্দমেলা’। প্রতিবছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য আয়োজন। ১৯ ও ২০ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় এই উৎসবের নবম পর্ব।
দুই দিনজুড়ে গান, নাচ, আবেগ আর দেশীয় সংস্কৃতির উচ্ছ্বাসে ভরে উঠবে লস অ্যাঞ্জেলেসের আকাশ। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন একঝাঁক তারকা—যাঁদের উপস্থিতিতে এবারের ‘আনন্দমেলা’ হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আরও জমজমাট।
প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নেচে-গেয়ে মেতে উঠবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান, নৃত্যশিল্পী আলিফসহ অনেকেই। তাঁদের অনেকেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
আনন্দমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়। আমি মনে করি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।’
আনন্দমেলা আয়োজনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, ‘আমাদের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মিক বন্ধন তৈরি করা এবং তাঁদের জন্য এমন একটি পরিসর তৈরি করা—যেখানে তাঁরা দুই দিন নিখাদ আনন্দে মেতে উঠতে পারেন।’
তাঁরা জানান, দুই দিনের এই আয়োজনে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, থাকবে দেশীয় পণ্য, মুখরোচক খাবার, দেশীয় পোশাক এবং হস্তশিল্পের স্টল। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। আরও জানা গেছে, এবারের আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একজন মার্কিন কংগ্রেস সদস্য (নাম চূড়ান্ত হলে জানানো হবে)। এ ছাড়া আমন্ত্রিত থাকছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা, রাজনৈতিক নেতা, সমাজসেবক, গণমাধ্যম প্রতিনিধিরা।
এবারের আনন্দমেলাও থাকবে সবার জন্য উন্মুক্ত, কোনো প্রবেশমূল্য ছাড়াই। তাই বলা যায়, প্রবাসে থেকেও একটুকরা বাংলাদেশকে ছুঁয়ে দেখার, আপন সংস্কৃতিকে উপলব্ধি করার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে এই আয়োজন। এবার লাইভ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন বিশিষ্ট গীতিকার লিটন অধিকারী রিন্টু।