বৈরুতে মহান শহীদ দিবস পালিত
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, ভাষা আন্দোলনের ওপর বিশেষ তথ্যচিত্র প্রদর্শন ও উন্মুক্ত আলোচনা করা হয়। লেবাননে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ আলোচনায় অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি ভাষাশহীদদের মহান আত্মত্যাগের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখার জন্য লেবাননে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের আহ্বান জানান।