আয়ারল্যান্ডে বাংলা নববর্ষ উদ্যাপন
১৪ এপ্রিল আয়ারল্যান্ডের ডাবলিনে গ্রিনহিলস কমিউনিটি সেন্টারে বেঙ্গলি কালচারাল সোসাইটি, আয়ারল্যান্ডের উদ্যোগে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলার উদ্দেশ্য ছিল প্রবাসে আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য বিদেশের মাটিতে চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে মেলায় প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে নারী-পুরুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মেলায় অংশগ্রহন করেন। নতুন প্রজন্মের শিশু এবং কিশোরদের উপস্থিতি বৈশাখী মেলাকে আরও প্রাণবন্ত করেছে। ছোট ছোট সোনা মণিদের প্রাণোচ্ছল উপস্থিতি এবং ছোটাছুটি মেলার পরিবেশকে আনন্দমুখর করেছে। আয়ারল্যান্ডের বিভিন্ন সংগঠনের নেতারা মেলায় উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন স্টলের মধ্যে ছিল খাবারের স্টল। আর স্টলে স্টলে বাঙালির প্রিয় পান্তা ইলিশ ছিল অন্যতম। তা ছাড়া কাপড়ের স্টল, ফেস পেইন্টিংসহ অনেক কিছুই ছিল।
মেলার বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাজিলা চৌধুরী ও দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে মেলার সমন্বয়ক এবং পরিকল্পনাকারী রন্টি চৌধুরী আগত অতিথিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে বৈশাখী মেলা আয়োজনের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন আভি অজিতাভ, মিল্টন হক, মাহমুদুল হাসান সবুজ, রুনা জলীল ও দিদারুল আলম। কবিতা আবৃত্তি করেন শ্যামল হোসেইন। র্যাফল ড্র পরিচালনা করেন ফিরোজ হোসেন।
আয়োজকেরা মেলায় অংশগ্রহন করার জন্য অতিথিদের ধন্যবাদ জানান এবং মেলা প্রতিবছর করার প্রত্যয় ব্যক্ত করেন।