নারী দিবসে ছায়ানটের (কলকাতা) বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’
গত ৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দক্ষিণ কলকাতার উইসডম ট্রি ক্যাফেতে ছায়ানটের (কলকাতা) বিশেষ অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। ৯ বছর ধরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছরই ছায়ানট সমাজের তিনজন বিশিষ্ট নারীকে সম্মান প্রদান করে। এ বছর ছায়ানটের (কলকাতা) পক্ষ থেকে তিন বিদূষী নারীকে বিশেষ সম্মান প্রদান করা হয়। একক হারমোনিয়াম বাদক রূপশ্রী ভট্টাচার্য এবং নজরুলগবেষক র্যাচেল ফেল ম্যাকডরম্যাটকে সম্মান জ্ঞাপন করেন পাকড়াশী হারমোনিয়ামের কর্ণধার শুভজিৎ পাকড়াশী। বাঙালি মুসলিম সমাজের বিয়ের গানের সংগ্রাহক ও সমাজসেবক মনোয়ারা খাতুনকে সম্মান জ্ঞাপন করেন শেখ মকবুল ইসলাম, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, কলকাতা।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন তন্ময় রায়চৌধুরী। এ ছাড়া বিশেষ দিনটির কথা মাথায় রেখে কবিতা আবৃত্তি করেন ছায়ানটের বাচিকশিল্পীরা। একক কবিতা পাঠে অংশগ্রহণ করেন দেবযানী বিশ্বাস, ইন্দ্রাণী লাহিড়ী, সুকন্যা রায়, তিস্তা দে, সোহালিয়া সিং, সৃজিতা ঘোষ, রাজশ্রী বসু, রাজ্যশ্রী দাস, শর্মিলা পাল, দেবলীনা চৌধুরী, আর্যদ্যুতি ঘোষ, অর্ঘ্যদ্যুতি ঘোষ, টুটুন দাস, অনিন্দিতা ঘোষ, প্রাযুক্তা চক্রবর্তী। দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে বৈখরীর শিশুশিল্পীরা। পরিচালনায় ছিলেন তাপস চৌধুরী।
আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় লিখেছেন, ‘সাম্যের গান গাই/ আমার চক্ষে পুরুষ–রমণী কোনো ভেদাভেদ নাই’। তাঁর এই কথাই সমগ্র অনুষ্ঠানের মূল সুর হিসেবে অনুরণিত হয়।
ব্লার্ব: ‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]