আয়েবার যুগপূর্তিতে প্যারিসে নানা আয়োজন

ইউরোপের অন্যতম সংগঠন আয়েবার এক যুগ পূর্তি উপলক্ষে প্যারিসের আয়েবা সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আনন্দ–উল্লাসের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করেন সংগঠনের নেতারা। পরে এক আলোচনা সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার প্যারিসে আয়েবা সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুবিধা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই প্রাপ্তি সহজীকরণ, বিদেশে প্রতিটি বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট দালাল মুক্ত করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ, জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড প্রদান, প্রবাসীদের যাঁর যাঁর দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেওয়ার ব্যবস্থা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ, অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের মূল্য হ্রাসে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

আয়েবার সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে সহসভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন ও বাংলাদেশ কো–অর্ডিনেটর তানবির সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা যোগ দেন।