উইন্ডসরে বাংলাদেশ-কানাডা স্টুডেন্টস সোসাইটির যাত্রা শুরু

কানাডার উইন্ডসরে বাংলাদেশ-কানাডা স্টুডেন্টস সোসাইটি (বিএসএসডব্লিও) উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার (২৭ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব উইন্ডসরের কাউন্সিলর এবং বিশিষ্ট আইনজীবী ফেবিও কোস্টেন্টি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শিল্প উদ্যোক্তা বকর হোসাইন এবং সাউথ এশিয়ান সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর নন্দিনী তিরোমালা।

বাংলাদেশ থেকে আসা সদ্য আগত ছাত্রদের সর্বাঙ্গীণ সহায়তা প্রদান এবং সদ্য গ্র্যাজুয়েশনপ্রাপ্ত ছাত্রদের চাকরিপ্রাপ্তির সহায়তার বিয়টির ওপর অতিথিরা গুরুত্ব আরোপ করেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত দেন।  

বিএসএসডব্লিও–এর প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা সাইফুল আলম ভূঁইয়া এবং ফজলে বাকীর উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এর সভাপতি নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি নাগিব মাহফুজ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইব্রাহিম খলিল এবং মেহনাজ তাবাসসুম। প্রজেক্টরে আনিকা নাওয়ার, ভিডিও ধারণে মিথিলা-প্রসুন, ব্যানার ইমরান হাসান।    

তা ছাড়া হল ডেকোরেশন, ফুড অ্যান্ড এন্টারটেনম্যন্টসহ সার্বিক সাহযোগীতায় ছিলেন মেহেদী হাসান, শওকত চৌধিরী, আশরাফুল ইসলাম, তাহমিদ আহমেদ, মনোয়ার ফয়সল, মনজুরুল, আসাদুযযামান, তাওহিদা, ইমতিয়াজ, মাহীন, সিনথিয়া, ফাহিমসহ সোসাইটির নির্বাহী কমিটির সকল সদস্যরা।  

বাংলাদেশ-কানাডা স্টুডেন্টস সোসাইটির উপদেষ্টারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এবং সুদূরপ্রসারী কিছু ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকার কর্তৃক সদ্য নিবন্ধনপ্রাপ্ত এ প্রতিষ্ঠানের আগামীর পথচলা যেন কুসুমাস্তীর্ণ হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

*লেখক: সাইফুল ভুইয়া, পরিচালক এবং উপদেষ্টা, বাংলাদেশ–কানাডা স্টুডেন্টস সোসাইটি অব উইন্ডসর

**দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]