উপহার

ফাইল ছবি

উপহার? সে হতে পারে খুব ছোট্ট কিছু,
রং পেন্সিল? কাঁচের চুড়ি? তোমার গাছের আম বা লিচু।  

উপহার দিতে উপলক্ষের ও প্রয়োজন নেই
ইচ্ছে আছে তো? প্রয়োজন ব্যাস ঐটুকুতেই।  

হাতে লেখা চিঠি, আঁকা ছবিও উপহার হয়
বুকমার্ক বা বই ও মোটেও মন্দ তো নয়।  

দরিদ্র তুমি, টাকার ব্যাগ টি ছোট্ট তোমার,
ছোট্ট একটি হাসি ও কিন্তু হয় উপহার

জানবে না তুমি, তোমার কণ্ঠ কারো ঔষধ
কথা বলতে তো পেরোতে হয় না আর দূরপথ।

তোমার মুখটা হয়তো মোছায় কারো কান্না
উপহার হয় তোমার হাতের ভালো রান্না।  

উপহার স্নেহে, উপহার হয় আলিঙ্গনে
উপহার মানে বন্ধন, তোমার আমার মনে।  

অজুহাত নয়, প্রয়োজন শুধু আন্তরিকতা
দূরত্ব নয়, উপহারে ব্যাস বাড়ে হৃদ্যতা।