সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে আয়োজিত হয়ে গেল ১১তম বার্ষিক বৈজ্ঞানিক সভা। ১২ আগস্ট সিডনির অলিম্পিক পার্কের ওয়াটারভিউ ইনে এই সভার আয়োজন করা হয়।
সভায় শতাধিক বাংলাদেশি চিকিৎসক অংশ নেন। দিনব্যাপী এই সভায় স্বাস্থ্যবিষয়ক তথ্য ও প্রতিকার নিয়ে আলোচনায় বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বক্তব্য দেন।
সভার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল নতুন বাংলাদেশি চিকিৎসকদের জন্য অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলের নিবন্ধনের প্রস্তুতি কর্মশালা এবং চর্মরোগ, ইসিজি, স্নায়ুবিক, ক্রনিক, পুনর্বাসন ইত্যাদি বিষয়ক কর্মশালা। প্রতিবছরের মতো এ সভার আয়োজন করে অস্ট্রেলিয়ার বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।
চিকিৎসকদের সংগঠন হলেও বাংলাদেশি এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জনহিতকর কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান আয়োজক সংগঠনের সভাপতি এবং ব্ল্যাকটাউন হাসপাতালের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট রেজা আলী। তিনি মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘চিকিৎসকদের সংগঠন বলেই শুধু চিকিৎসা খাতেই আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চাই না। বাংলাদেশে সামাজিক উন্নয়নের কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা চলছে আমাদের। আর সিডনির প্রবাসী বাংলাদেশিদের জন্যও আমরা চিকিৎসা খাতের বাইরে কী করা যায়, তা নিয়েও সাংগঠনিক আলোচনা করছি। এদিকে সিডনির নতুন প্রজন্মের মধ্যে যাঁরা চিকিৎসাপেশার সঙ্গে যুক্ত হতে চান, তাঁদের জন্য একদম শুরু থেকেই পথনির্দেশক হিসেবে কাজ করবে আমাদের সংগঠন।’