মে দিবস ও মুগেট ফুল ফ্রান্সে এক ঐতিহ্যের গল্প
প্রতিবছর ১ মে সারা বিশ্বের শ্রমজীবী মানুষ একযোগে পালন করেন মহান মে দিবস। শ্রমিকের অধিকার ও মর্যাদার প্রতীক এই দিন। তবে ফ্রান্সে মে দিবস শুধু প্রতিবাদ বা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এদিন ঘরে ঘরে আরেকটি সুন্দর ঐতিহ্য জড়িয়ে আছে—মুগেট ফুল উপহার দেওয়ার রেওয়াজ। এই ফুল যেমন বসন্তের শুভেচ্ছা জানায়, তেমনই হয়ে উঠেছে সৌভাগ্যের প্রতীক।
শ্রমিকের রক্তে গাঁথা ইতিহাস
মে দিবসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে, যেখানে শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান অনেক শ্রমিক। এ ঘটনার স্মরণে ১৮৯০ সালের ১ মে ফ্রান্সে প্রথমবারের মতো পালিত হয় মে দিবস, যেখানে হাজারো শ্রমিক রাস্তায় নামেন তাঁদের অধিকারের দাবিতে।
ফ্রান্সে মে দিবসকে বলা হয় La Fête du Travail, অর্থাৎ ‘শ্রমের উৎসব’। এদিন দেশের প্রধান শহরগুলোতে ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক দলগুলোর বিশাল বিশাল মিছিল ও বিক্ষোভ করে। তবে এর পাশাপাশি এদিন একে অপরকে মুগেট ফুল উপহার দেওয়ার একটি ঐতিহ্যও রয়েছে, যা মে দিবসকে একটি মানবিক ও হৃদয়গ্রাহী রূপ দেয়।
রাজা চার্লসের গল্প থেকে শুরু
মুগেট ফুলের সঙ্গে মে দিবসের সম্পর্ক শুরু হয় ১৫৬১ সালে। ফ্রান্সের রাজা চার্লস নবম ড্রোম অঞ্চলে বেড়াতে গিয়ে নাইট লুই দ্য গিরার্ডের কাছ থেকে উপত্যকার লিলি নামে পরিচিত মুগেট ফুল উপহার পান। তিনি এতটাই মুগ্ধ হন যে বসন্তের প্রতীক হিসেবে প্রতিবছর এই ফুল রাজদরবারের নারীদের উপহার দেওয়ার রীতি শুরু করেন।
প্রথম দিকে মুগেট ফুল ছিল শুধুই বসন্তের শুভেচ্ছা। তবে ২০ শতকে এসে যখন ভিশি সরকারের আমলে মে দিবস সরকারিভাবে পালিত হতে থাকে, তখন বামপন্থীদের লাল গোলাপের প্রতীক বদলে দিয়ে সেটির স্থলে মুগেট ফুল স্থান পায়। ধীরে ধীরে এটি হয়ে ওঠে মে দিবসের অবিচ্ছেদ্য অংশ।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
এক জরিপে দেখা গেছে, প্রতিবছর ১ মে উপলক্ষে ফ্রান্সে বিপুল পরিমাণ মুগেট বিক্রি হয়। ৩৮ শতাংশ মানুষ ফুলটি কেনেন এপ্রিলের শেষে, ৫৭ শতাংশ কেনেন ১ মে-তে, আর বাকিরা মে মাসের শুরুতে। ফুলটি ছোট ছোট ঘণ্টার মতো সাদা সুগন্ধি পাপড়ির, যা ফরাসিদের কাছে সৌভাগ্য ও ভালোবাসার প্রতীক।
ফ্রান্সে মে দিবস এখন শুধু একটি রাজনৈতিক আন্দোলনের দিন নয়, বরং এটি হয়ে উঠেছে সামাজিক ঐক্য ও শুভেচ্ছা বিনিময়ের উৎসব। প্রতিবাদী ব্যানার আর হাতে মুগেট ফুল—এই দুই চিত্রই আজকের ফরাসি মে দিবসের প্রকৃত রূপ।