অস্ট্রেলিয়ার নির্বাচনে ভোট নির্দেশিকা প্রকাশ বাংলাতেও
আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন। এ নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন বাংলা ভাষায়ও প্রকাশ করেছে বিস্তারিত ভোট নির্দেশিকা। এই নির্দেশিকায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার জেফ পোপ। তিনি বলেন, নির্বাচনপ্রক্রিয়ার প্রতিটি ধাপ—ব্যালট পেপার ছাপানো থেকে গণনা পর্যন্ত, সততার সঙ্গে পরিচালিত হবে এবং ভোটের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হবে।
নির্বাচনের এসব তথ্য নিয়ে বাংলা ভাষায়ও প্রকাশ করেছে বিস্তারিত নির্দেশিকা।
কমিশন জানিয়েছে, দেশব্যাপী ৭ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং ৫০০টির বেশি আগাম ভোটকেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়া প্রায় এক লাখ অস্থায়ী নির্বাচনকর্মী ভোট গ্রহণের প্রক্রিয়ায় সহায়তা করবেন।
বর্তমানে অস্ট্রেলিয়ার ৯৭ শতাংশের বেশি যোগ্য ভোটার নির্বাচনী তালিকাভুক্ত রয়েছেন। ভোটারদের প্রতি অনুরোধ করা হয়েছে, ভোটকেন্দ্রে গেলে উপস্থিত কর্মীদের কাছ থেকে সহযোগিতা নিতে এবং প্রয়োজনে তাঁদের পরামর্শ অনুযায়ী ভোট প্রদান করতে।
নির্বাচন কমিশন সতর্ক করে বলেছে, প্রচারণার সময়ে নানা তথ্য প্রচারিত হবে, যার কিছু হতে পারে বিভ্রান্তিকর বা ভুয়া। তাই প্রতিটি তথ্য গ্রহণের আগে জানতে হবে:
তথ্যটি কোথা থেকে এসেছে?, সেটি কি কোনো স্বীকৃত বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে প্রকাশিত?, তথ্যটি সাম্প্রতিক নাকি পুরোনো এবং প্রাসঙ্গিক কি না?, ভোটারদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচনপ্রক্রিয়া সম্পর্কে কোনো সন্দেহজনক তথ্য পেলে তা যাচাই করার জন্য সরাসরি aec.gov.au ওয়েবসাইটে যোগাযোগ করতে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাইহীনভাবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
কমিশনার বলেন, মুক্ত মতবিনিময় গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ, তবে যাঁরা প্রতিষ্ঠিত নির্বাচনপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন, তাঁদের তথ্য বিশেষভাবে যাচাই করা প্রয়োজন।
ভোটারদের আরও উৎসাহিত করা হয়েছে সঠিক তথ্যের ভিত্তিতে মতামত গঠন করে নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে।