কাঠামো ভাঙার গল্প
তুমি, আমি এবং
 আমাদের অগোছালো কিছু সংলাপ;
 জানি, কখনো তা হবে না লিপিবদ্ধ।
 তবুও যে কেন তুমি এতে মত্ত?
 আমি বলি সাবধান;
 আমি হলাম সেই বই,
 যা পড়ে প্রতিনিয়ত তুমি ভাঙবে
 কিংবা খুঁজে পাবে নিজেকে;
 এ জগতের সবচেয়ে আদিম, উন্মুক্ত খাদে।
 যেখানে হবে তুমি উন্মাদ, উশৃঙ্খল!
 জীবনে
 হয়তো পাবে সূর্যের আলো,
 নয়তো তার প্রচণ্ড অন্ধকার;
 কিংবা হয়তো
 উড়বে নদীর জলে,
 নয়তো আকাশের বুকে দেবে ডুবসাঁতার।
 তখনো আমি থাকব,
 মুচকি হেসে।
 তোমার বইয়ের তাকের কোনো এক কোনা ঘেঁষে।
*লেখক: শুভব্রত সরকার, শিক্ষার্থী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]