লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব ১ মার্চ

রবীন্দ্র-উত্তর বাংলা ভাষার অন্যতম প্রধানতম কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যের পাঠ ও পুনর্পাঠ; একবিংশ শতকে তাঁর রচনার প্রাসঙ্গিকতা—এ রকম বিচিত্র অনুষঙ্গ নিয়ে এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সৌধ-জীবনানন্দ উৎসব। ইংল্যান্ডে দক্ষিণ–এশীয় শিল্পের শীর্ষতম সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিকের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে ইস্ট-লন্ডনের রিচ মিক্স থিয়েটারে আগামী ১ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টায়। এতে বরাবরের মতোই অভিনব সব পরিবেশনায় অংশ নেবেন প্রথিতযশা বাঙালি ও অবাঙালি কবি; লেখক; তাত্ত্বিক ও সঙ্গীত এবং নৃত্য ও অভিনয়শিল্পীরা। রবীন্দ্রনাথ–পরবর্তী ভারতবর্ষের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দের কালজয়ী সাহিত্য বিশ্বমঞ্চে তুলে ধরে প্রকারান্তরে বাংলা সাহিত্যের সীমাহীন ঐশ্বর্য পরম্পরার প্রচারই এই উৎসবের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সৌধ পরিচালক কবি টি এম আহমেদ কায়সার।

এতে জীবনানন্দের কবিতার তুলনামূলক পাঠ নিয়ে কথা বলবেন কবি, নাট্যকার ও অনুবাদক জন ফার্নডন। জীবনানন্দের কবিতার বুলগেরিয়ান অনুবাদ ও আনুষঙ্গিক আলোচনায় অংশ নেবেন মেধাবী বুলগেরিয়ান কবি ও প্রত্নসংগীত–গবেষক স্নেজহিনা গুলুবভা। স্ব–অনুদিত পার্সিয়ান অনুবাদ পাঠ করবেন বিশিষ্ট ব্রিটিশ-ইরানি কবি আলী রেজা আবিজ ও আরবি অনুবাদ পাঠ করবেন তরুণ ব্রিটিশ-মিসরীয় কবি মোহাম্মদ মোহসেন।

জীবনানন্দ দাশের কবিতা থেকে পাঠ করবেন কাউন্সিলর জাসমিন চৌধুরী, কবি তানজনা নূর ই সিদ্দীক, জাকি রেজওয়ানা চৌধুরী, আবৃত্তিকার পপি শাহনাজ, ছান্দসিক প্রতিষ্ঠাতা মুনিরা পারভীন, সৈয়দ আনোয়ার রেজা, সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী এবং জীবনানন্দের কবিতায় সুরারোপিত সংগীত পরিবেশন করবেন লাবণী বড়ুয়া।

উৎসবে আরও থাকছে টি এম আহমেদ কায়সার নির্দেশিত জীবনানন্দের ‘কুড়ি বছর পর’ কবিতার এক সংক্ষিপ্ত নাট্যরূপ বা পোয়েট্রি থিয়েটার-টুয়েন্টি ইয়ার্স এগো, এগেইন। বিভিন্ন চরিত্রে ও বিবিধ নেপথ্য সহযোগিতায় থাকছেন কবি সারওয়ার ই আলম, অভিনেত্রী ও নৃত্যশিল্পী শিউলি ভট্টাচার্য, কবি শামীম শাহান, সংগঠক কাউন্সিলর জাসমিন চৌধুরী প্রমুখ।

কবিতার নৃত্য রূপায়ণে থাকছেন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী মনি দীপা শীল, ঈশিতা সিনহা, শীতেষ্ণা বোস, শর্মিষ্ঠা পণ্ডিত, এষা চক্রবর্তী ভট্টাচার্য।

আলোকচিত্র ও চিত্রশিল্প দিয়ে কবিতার এক অভিনব দৃশ্য-পাঠ উপস্থাপন করবেন আলোকচিত্রশিল্পী পাবলো খালেদ ও চিত্রশিল্পী সোনিয়া ইয়াসমিন কান্তা।

সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার বলেন, ‘সৌধ চার বছর ধরে এটি আয়োজন করে আসছে এবং সৌভাগ্যক্রমে আমরা ব্রিটেনের মূলধারার সাহিত্য মহলে এ উৎসব নিয়ে বিপুল সাড়া লক্ষ্য করেছি।’ তিনি বলেন, ‘জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথ-পরবর্তী বাংলা কবিতায় তো বটেই, বিশ্ব কবিতার ভুবনেও এক অবিস্মরণীয় নাম। এই আয়োজনের ভেতর দিয়ে আমরা পাশ্চাতের কবিতাপ্রেমী মানুষের কাছে সম্পূর্ণ নতুন এক কবিকে তুলে ধরতে চাই।’

উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে দক্ষিণ-এশীয় সাহিত্য কাগজ গ্রন্থী ও রাধারমণ সোসাইটি।