সিডনিতে নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ২৯ অক্টোবর
অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে সিডনির ব্ল্যাকটাউনের বউম্যান হলে দেশটির প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ‘স্মৃতির রোদ্দুরে ঐতিহ্যের ৭৫ বছর’ শীর্ষক এ উৎসব আয়োজন করেছে নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।
উৎসব আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকার নটর ডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিওর। অনুষ্ঠানে বিশেষ অতিথির আমন্ত্রণ গ্রহণ করেছেন নটর ডেম কলেজের শিক্ষক সুশান্ত সরকার ও গাজী আজমল। সিডনিতে প্রাক্তন নটরডেমিয়ানদের উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সুশান্ত সরকার একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি আশা করব, তোমরা সবাই এ মিলনমেলায় অংশগ্রহণ করে সকলের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।’
এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগাম নিবন্ধন করতে হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে।