মাহমুদ রেজা চৌধুরীর ‘ইছামতি থেকে ইস্ট রিভার’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউইয়র্কপ্রবাসী লেখক মাহমুদ রেজা চৌধুরীর ‘ইছামতি থেকে ইস্ট রিভার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী, স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম ও স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রুপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব মোকাম্মেল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচক কবি কামাল চৌধুরী বলেন, বইটির লেখক মাহমুদ রেজা চৌধুরীর দেশের প্রতি যে মমত্ববোধ ও সংবেদনশীলতা এই বইয়ে সেটি ভালোভাবে প্রকাশ পেয়েছে। লেখক তার বর্তমান সময়টা যেভাবে দেখেন, সেটা তুলে ধরেছেন। এই বই পড়ে পাঠকেরা বর্তমান সমাজ সম্পর্কে ধারণা পাবেন।

অনুষ্ঠানের সভাপতি মোকাম্মেল হক বলেন, যাঁরা বিদেশে থাকেন, বিদেশে জীবনযাপনের বৈচিত্র্য ফুটে উঠেছে এ বইয়ে।

লেখক মাহমুদ রেজা চৌধুরী বলেন, ‘নিউইয়র্কে যেসব বাঙালি থাকেন, তাঁদের দেখে সুখী সুখী মনে হলেও আসলে তাঁরা দুঃখী। খুব কাছ থেকে দেখা গল্পগুলো বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি।’