অস্ট্রেলিয়ার সিডনিতে দেশটির আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার গণভোট নিয়ে স্থানীয় বাংলাদেশিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সিডনির পূর্বাঞ্চলীয় এলাকা বে সাইড কাউন্সিলের ইস্ট লেক কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় প্রবীণ আদিবাসী অ্যান্টি মারসিয়া এলা ডানকান, ফেডারেল মন্ত্রী ম্যাট থিসেলেথওয়েট, স্থানীয় সরকার মন্ত্রী রন হনিগ, বে সাইড কাউন্সিলের ডেপুটি মেয়র স্কট মরিস, কমিউনিটির পক্ষ থেকে জুবায়ের মিয়া প্রমুখ।
অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠাবিষয়ক এই সেমিনার আয়োজন করেন স্থানীয় বাংলাদেশিরা। আগামী ১৪ অক্টোবর অস্ট্রেলিয়ায় একটি গণভোট অনুষ্ঠিত হবে। আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি এবং অধিকার দেওয়ার এই গণভোটের আয়োজনকে বলা হচ্ছে ‘দ্য ভয়েজ’। এই বিষয়ের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্যই স্থানীয় বাংলাদেশিদের নিয়ে এই তথ্য সভা আয়োজন করা হয়। বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন হবে এই দ্য ভয়েজ।
আয়োজিত সভায় বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার মূলধারার নেতারা অস্ট্রেলিয়ার হাজার বছরের পুরোনো সংস্কৃতির সঠিক স্বীকৃতির জন্য এই গণভোটের ‘হ্যাঁ’ সমর্থনের পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। সভায় অংশগ্রহণের জন্য স্থানীয় বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের অন্যতম স্থানীয় প্রবাসী বাংলাদেশি সমাজ সংগঠক আজাদ আলম।
সভায় অংশগ্রহণকারী স্থানীয় প্রবাসী বাংলাদেশি তানভীর আহমেদ খান বলেন, ‘আমরা বাংলাদেশিরা এখন আর পিকনিক আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেই সীমাবদ্ধ নই। অস্ট্রেলিয়ার মূলধারার নীতিনির্ধারণী কার্যক্রমগুলোতেও আমাদের একটা অংশগ্রহণ, একটা ভূমিকা রয়েছে।’ অস্ট্রেলিয়ার আদিবাসীদের পক্ষে সমর্থন জানিয়েছেন আরেক প্রবাসী বাংলাদেশি কবি শাহরিয়ার ইমতিয়াজ মুকুল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার আদিবাসীরা হাজার বছর ধরে এই ভূমিতে বসবাস করে আসছে। অস্ট্রেলিয়ায় আমরা প্রবাসী হয়েও এই দেশ আমাদের কথা বলার, দাবি তোলার অধিকার দিয়েছে। এখন আমরা যদি আদিবাসীদের পক্ষে সমর্থন করি, ভবিষ্যতে যখন আমাদের প্রয়োজন হবে, তখন তারাও আমাদের পাশে থাকবে। আমি ইয়েস ভোটের পক্ষে।’