কানাডায় সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ

টিকটক
রয়টার্স

কানাডার ফেডারেল সরকারের সব ধরনের সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ ব্লক করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে টিকটক নিষিদ্ধ। তিনি বলেন, ‘এটি প্রথম পদক্ষেপ, যা আমাদের নিতে হবে। তবে প্রতিটি পদক্ষেপে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে আমরা কানাডিয়ানদের সুরক্ষিত রাখছি। আমরা কানাডিয়ানদের মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্বের সঙ্গে নিই। তবে আমাদের কাছে ডেটা সুরক্ষা, কানাডিয়ানদের সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ নাগরিকেরা এটি চালাবেন কি না, সেটি তাঁদের বিষয়।’ এটা নাগরিকদের ব্যক্তিগত পছন্দ বলে জানিয়েছেন তিনি।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কীভাবে কানাডিয়ানদের গোপনীয়তা রক্ষা করি, তা সরকারকে জানাতে প্রস্তুত ছিলাম। সরকারি এ সিদ্ধান্ত, লাখো কানাডিয়ানকে পছন্দের প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত করার জন্য।

**দূর পরবাসে লেখা ও ছবি পাঠাতে পারেন [email protected]–এ।